Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

 

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৮ টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত হরিপুর ইউনিয়ন পরিষদ । শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

ক)নাম : হরিপুর ইউনিয়ন পরিষদ।

খ)আয়তন : ৩৫ বর্গ কি:মি:

গ)লোকসংখ্যা: ৩৫,৮৪৫ জন

ঘ)গ্রামের সংখ্যা: ২৮টি

ঙ)মৌজার সংখ্যা: ১৮টি

চ)হাট/বাজারের সংখ্যা-৩টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে

জ)শিক্ষার হার: ৫৬%(২০০১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১০টি

ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৯টি

ট)উচ্চ বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক-২টি(জুনিয়র স্কুল ৩টি)

ঠ)জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র- নাই

ড)মাদ্রাসা-৩টি

ঢ)দায়িত্বরত চেয়ারম্যান মো: মকবুল হোসেন

ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-৩টি

ত)ঐতিহাসিক পর্যটন স্থান-২টি

থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: ২০১০

দ)নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ:১০-৮-১১

            প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১

            মেয়াদ উত্তীর্নের তারিখ:

 

ধ)গ্রাম সমূহের নাম

  ঝাকড়া, দয়রামপুর, ধুলাউড়ি,কুঠিপাড়া,  

ন)ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

  ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ১০


চলনবিল অধ্যূষিত ঐতিহাসিক জনপদ চাটমোহর উপজেলার ৫ কিলোমিটার পশ্চিমে  ‘হরিপুর ইউনিয়" অবস্থিত। ১৯৭১ সালে এই ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। পূর্ব যুগে হরিপুর ইউনিয়নে জমিদারদের বসবাস  ছিল।  প্রখ্যাত কথা সাহিত্যিক প্রমথ চেৌধুরীর পুর্ব পুরুষ এখান থেকেই সারা ভারত বর্ষ রাজত্ব করত। প্রমথ চেৌধুরীর বাবা ছিলেন দূর্গাদাস।তার নাম অনুসারে ১৯২৫ সালে প্রতিষিঠত করেন হরিপুর দূর্গদাস উচ্চ বিদ্যালয়।প্রমথ চেৌধুরীর সাত ভাই বোন সবাই ছিলেন বেরেষ্ট্রার।
লেখাটি চলমান-
সার্বিক -সহযোগীতা করার জন্য বিনীত অনুরোধ করা গেল্।
মো: গোলাম ইয়াছিণ-উদ্যোক্তা,হরিপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
মোবাইল-০১৭১৩-৬৬৪৯৭৪
e-mail-golam.uisc@gmail.com